BY- Aajtak Bangla
11 June 2024
কালো ঝলমলে চুল সকলেই চান। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল তার জেল্লা হারায়।
অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। আবার অনেকের অল্প বয়সেই টাক পড়ে যায়।
চুলের যত্ন নিতে অনেকে পার্লারে যান, আবার কেউ কেউ নানা প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু তার ফল দীর্ঘমেয়াদী হয় না।
বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। ।
সর্ষের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, আয়রন, ক্যালশিয়াম। যা চুল পড়া রোধ করে। . .
নিয়মিত সর্ষের তেল চুলে লাগালে চুল আজীবন কালো কুচকুচে থাকবে। . .
সর্ষের তেলে রয়েছে জিঙ্ক, বিটা ক্যারোটিন। যা চুলের বৃদ্ধি করতে সাহায্য করে।
রোজ সর্ষের তেল মাথায় মাখলে খুসকি দূর হয়।
মাথার তালুতে সর্ষের তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে চুলের গোড়া মজবুত হয়।