BY- Aajtak Bangla
1 May 2024
ঘন কালো চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই টাক পড়ে যায়।
আবার কারও কারও চুল পেকে যায়। বয়স হলে মাথায় সাদা চুলের আধিক্য দেখা যায়। এটাই স্বাভাবিক।
আর চুল পেকে গেলে কিংবা টাক পড়লে চেহারায় বুড়োটে ছাপ পড়ে। তাই অনেকে চুলে কলপ লাগান।
আবার টাক ঢাকতে অনেকে কত কী-ই না করেন। .
তবে আর চিন্তা করতে হবে না। মুশকিল আসান হল সর্ষের তেল।
বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্যের জন্য সর্ষের তেল খুবই কার্যকরী। ।
রোজ সর্ষের তেল মাথায় ভাল করে মাখলে ঘন কালো চুল থাকবে। ।
সর্ষের তেলে রয়েছে জিঙ্ক, বিটা ক্যারোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা চুল লম্বা করতে সাহায্য করে।
সর্ষের তেল চুলে লাগালে খুশকির সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।