BY- Aajtak Bangla

রোজ এক ফোঁটা সর্ষের তেল, বুড়ো বয়সেও তাজা থাকবে সবকিছু

29 June 2024

সর্ষের তেল আমাদের রোজকার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। রান্না তো বটেই, তাছাড়াও নানা কাজে লাগে এই তেল।

সর্ষের তেলের ঝাঁজে রান্নার স্বাদ বাড়েই। আবার চুল-ত্বকের যত্ন নেওয়ার জন্য এই তেলের জুরি মেলা ভার।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কানে সর্ষের তেল দিলে দারুণ ফল পাবেন। কী কী হয়, জেনে নিন...

চিকিৎসকদের মতে সর্ষের তেলে রয়েছে ব্যাকটেরিয়ারোধী উপাদান। ফলে এই তেল কানে পড়লে নানা রোগ সারবে। . .

আসলে আমাদের কানে নোংরা জমে যায়। তা নিয়মিত পরিষ্কার না করলে সংক্রমণ হতে পারে। এমনকি, কানে ব্যথা হতে পারে। . .

 কানের নোংরা পরিষ্কার করতে সর্ষের তেল দারুণ কাজ করে। এই তেল লাগালে কানের নোংরা নিমেষে সাফ হয়।

কানে এক ফোঁটা সর্ষের তেল দিলে কানের খোল নরম হয়। ফলে তা সহজেই বার করা যায়।

নিয়মিত কানে সর্ষের তেল লাগালে কখনও শ্রবণশক্তি হারাবেন না। কানে শোনার সমস্যা হবে না কখনও।