29 March, 2025
BY- Aajtak Bangla
চুল ঝরা নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় থাকেন। অনেকের আবার অকালেই চুল পড়ে যায়।
আবার অনেকের চুল পড়ে টাক হওয়ার জোগাড়। এরকম অবস্থায় অনেকেই অনেক ধরনের উপায় প্রয়োগ করেন।
তবে এক্ষেত্রে কার্যকরী উপাদান হল সর্ষের তেল। এই তেল বহু পুরনো আমল থেকেই চুলের জন্য উপযোগী।
সর্ষের তেল হালকা গরম করে আঙুলের সাহায্যে স্ক্যাল্পের ফাঁকা অংশে ব্যবহার করতে হবে। ৫-১০ মিনিট মাসাজ করলে রক্ত সঞ্চালনা বাড়ে ফলে চুল গজায়।
সম পরিমাণ নারকেল ও সর্ষের তেল গরম করে নিন। একইভাবে মাসাজ করে রেখে দিতে হবে আধ ঘণ্টা। এরপর শ্যাম্পু করতে হবে।
সর্ষের তেলে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। হালকা হাতে স্ক্যাল্পে মাসাজ করে নিন। আধ ঘণ্টা রেখে মাথায় শ্যাম্পু করে নিন।
মেথি সারারাত ভিজিয়ে পেস্ট করে নিন। সর্ষের তেলে এই মেথির পেস্ট মিশিয়ে মাখতে হবে, আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
এই উপায়ে চুলে সর্ষের তেল মাসাজ করলেই ৭ দিনে চুল গজাতে পারে আর চুল পড়াও বন্ধ হতে পারে।