BY- Aajtak Bangla
15 JULY, 2024
বাঙালি বাড়িতে পাঁঠার মাংসের আলাদা রকমের কদর আছে।
নানা রকম রোগের দাপট থাকলেও, প্রিয় পদের তালিকার অনেকেরই শীর্ষ স্থানে আসে এই মাংস।
অনেকেই মনে করেন অতিথিদের মন জয় করার সহজ উপায় মাটন।
যারা আমিষ খাবার বেশি পছন্দ করেন, তাদের মাটন থাকে 'ফাস্ট চয়েজ'।
মাটন খাওয়ার আগে পরে কিছু জিনিস মাথায় রাখলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।
জানুন কোন কোন খাবার, মাটন খাওয়ার পর একেবারেই খাওয়া উচিত নয়।
মাটন বা চিকেন খাওয়ার পরে বা আগে দুধ খাওয়া একদম উচিত নয়। নয় শরীরের নানা সমস্যা হতে পারে।
মাটন খেলে শরীরে তাপ উৎপন্ন হয়। এদিকে মধুও উষ্ণ। তাই পাঁঠার মাংস খাওয়ার পরে কখনই এটি খাবেন না।
মাটন খাওয়ার পর ভুলেও চা খাবেন না। কারণ এতে বদহজম ও পেট জ্বালা হতে পারে।