12 September, 2024
BY- Aajtak Bangla
মহিলাদের অন্তর্বাস ব্রা নিয়ে রয়েছে নানা মিথ বা গল্পকাহিনি।
ব্রা পরলে ছাতির আকৃতি ঠিক থাকে। চলাফেরার সময় অসুবিধা না হয়।
তবে ভুল ব্রা পরলে সমস্যা হতে পারে। ব্রা নিয়ে রয়েছে ৬ মিথ। জেনে নিন-
রাতে ব্রা পরে ঘুমানো উচিত কী? রাতে ব্রা পরলে ছাতির আকৃতি নাকি ঠিক থাকে!
রাতে ব্রা পরলে ঘুমে প্রভাব ফেলে। রক্ত চলাচল বাধা পায়। শরীরে তাপমাত্রা বাড়ে। তাই ব্রা পরে ঘুম নয়।
ব্রা পরলে ঝুলে যায়- বয়সের সঙ্গে মানুষের শরীর শক্তপোক্ত থাকে না। এটা প্রাকৃতিক প্রক্রিয়া।
ব্রা স্বাস্থ্যের জন্য খারাপ- এমন কোনও প্রমাণ নেই। তবে সঠিক মাপের কেনাটা জরুরি।
কালো ব্রা পরলে নাকি ক্যান্সার হয়। এটা একদম ভুল। রঙের কোনও এর কোনও সম্পর্ক নেই।
ব্রা স্ট্র্যাপ কষে পরলে ভালো ফিট হয়- স্ট্র্যাপের সঙ্গে কাপের আকার ঠিক রাখা দরকার। তবেই সাপোর্ট ঠিক থাকে।