BY- Aajtak Bangla

নবান্ন শব্দের মানে কী? সঠিক উত্তরটি অনেকেই জানেন না

28 August 2024

 রাজ্যের সচিবালয় হল নবান্ন। নীল-সাদা উঁচু বাড়িতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর রয়েছে।

 রাজ্য রাজনীতিতে সবসময়ই চর্চিত নবান্ন। এই নীল-সাদা বাড়ি থেকেই রাজ্যের শাসনভার চালান মুখ্যমন্ত্রী।

হাওড়ার মন্দিরতলায় রয়েছে নবান্ন। গঙ্গার একেবারে কাছে।

দ্বিতীয় হুগলি সেতু থেকে একদম সামনে নবান্ন। চারপাশের সৌন্দর্যও চোখধাঁধাবে।

নবান্ন থেকে চারপাশের ভিউ খুবই ভাল। রাজ্যের সচিবালয় হওয়ায় নবান্নে সারাক্ষণই নিরাপত্তা জোরদার থাকে। . .

২০১৩ সালের ৫ অক্টোবর নবান্নের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   . .

কিন্তু, নবান্ন শব্দের মানে কী? এটা অনেকেই জানেন না হয়তো।

নবান্ন শব্দের অর্থ হল নতুন অন্ন বা নব অন্ন।

নবান্ন হল এক বিশেষ উৎসবও। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে তৈরি চালে প্রথম রান্না উপলক্ষে উৎসব পালন করা হয়।