1st April, 2025

BY- Aajtak Bangla

শনি-মঙ্গলে এই কাজটি করা বারণ, করলে কী হবে?

দৈনন্দিন এমন কাজ রয়েছে যা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জড়িত।

জ্যোতিষ নিয়ম

জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, কোনও ক্ষৌর কর্ম, অর্থাৎ নখ, চুল কাটা সপ্তাহে যে কোনও দিন করতে নেই।

ক্ষৌর কাজ

নখ কাটার জন্য সপ্তাহে বিশেষ দিন রয়েছে। সেই দিনগুলি নখ কাটলে শুভ ফল লাভ করা যায়।

নখ কাটা

শুক্রবার নখ কাটলে সৌন্দর্য অধিক বৃদ্ধি পায়। এ ছাড়া এই দিন নখ কাটলে দেবীলক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি বৃদ্ধি পায়।

শুক্রবার

বুধবার নখ কাটলে চাকরি বা ব্যবসায় উন্নতি হয়। ঋণ থাকলে সেটি থেকেও মুক্তি পাওয়া যায়।

বুধবার

সোমবার নখ কাটলে শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়।

সোমবার

সপ্তাহের এই ২দিন ভুলেও নখ কাটবেন না। এতে অমঙ্গল হয়।

কোনদিন নখ কাটতে নেই

জ্যোতিষশাস্ত্র মতে, এটি হল মঙ্গল দেবের দিন। এই মঙ্গল দেবের সঙ্গে সম্পর্ক রয়েছে মানুষের রক্তের। আর সেই কারণেই এই দিনটিতে নখ কাটতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার

শনিবারেও নখ কাটতে নিষেধ করা হয়। মনে করা হয় এই দিন নখ বা চুল কাটানো হলে শনিদেব ক্রদ্ধ হন। এর ফলও মারাত্মক হতে পারে।

শনিবার