6 May, 2024
BY- Aajtak Bangla
শরীরে কোনও সংক্রমণ হলে তা নখেই দেখা যায়।
ত্বক, গলা ও নখ বলে দেয় কী রোগ বাসা বেঁধেছে শরীরে। চলুন জেনে নেওয়া যাক
নখের গঠন চামচের মতো দেখায়। এর অর্থ শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে।
কোনও রকম আঘাত ছাড়াই নখের চামড়া থেকে উঠে যাচ্ছে। সোরিয়াসিস, সংক্রমণ, হাইপার থাইরয়েডিজমের লক্ষণ।
নখের রং কালচে। কিডনির ও যকৃতের সমস্যা হতে পারে।
নখের রং হলুদ হয়ে যাচ্ছে। লিম্ফিডেমা ও ফুসফুসের সমস্যায় পায়ের নখের রং হলদে হয়।
শরীরে জিঙ্কের ঘাটতি ও সংক্রমণ দেখা দিলে নখে সাদা ছোপ দেখা দেয়।
এছাড়া নখে আরও ৪ লক্ষণ দেখলে বুঝবেন রোগ বাসা বেঁধেছে শরীরে।
নখের উপরিভাগ পাতলা হয়। নখ হঠাৎ ঘন ঘন ভাঙতে শুরু হওয়া। নখের চারপাশে ফোলাভাব।
নখের পাশ থেকে রক্তপাত। নখের বৃদ্ধি বন্ধ হওয়া।