নখের উপর সাদা দাগ- শুভ না অশুভ?

BY: Aajtak Bangla 
6 SEPTEMBER 2021

হস্তরেখা বিচারের ক্ষেত্রে নখের উপর বিভিন্ন দাগ, ছোপ ইত্যাদির গুরুত্বও অপরিসীম।

আমরা বিভিন্ন সময় নখের উপর সাদা, কালো ইত্যাদি বিভিন্ন রঙের দাগ দেখতে পাই। 

এই দাগ জন্মগত বা সাময়িক হতে পারে। বিভিন্ন রঙের দাগ ভিন্ন কারণ নির্দেশ করে।

শরীরের রক্তসঞ্চালনে অসুবিধা থাকলে নখে সাদা স্পট দেখা যায়।  এছাড়া শরীরে জিংক ও ক্যালসিয়ামের অভাবেও নখে সাদা স্পট দেখা যেতে পারে।

ভাগ্যের পূর্বাভাস হিসেবে, বৃদ্ধাঙ্গুলের নখে এ চিহ্ন থাকলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার পূর্বাভাস দেয়।

তর্জনী আঙুলের নখে সাদা দাগ থাকলে ব্যবসায়ে লাভের সম্ভাবনা। কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা।

মধ্যমা আঙুলের নখে সাদা দাগ থাকলে গুরুজনের সান্নিধ্য লাভ ও শিগগির ভ্রমণ হতে পারে।

অনামিকা আঙুলের নখে সাদা দাগ থাকলে জীবনে সফলতা অর্জনের পূর্বাভাস দেয়। কনিষ্ঠাতে থাকলে জীবনের বিশেষ কোনো লক্ষ্য অর্জন হতে চলেছে বোঝায়।

এরকম আরও
স্টোরি চাই?

More WEB sTORIES