BY- Aajtak Bangla

A দিয়ে শুরু নামের মানুষদের স্বভাব কেমন হয়, জানা জরুরি

29 APRIL, 2025

জ্যোতিষ মতে,  নামের আদ্যক্ষর দিয়ে যে কারও স্বভাব, ভবিষ্যৎ জানা যায়। তাই আমাদের নামের আদ্যক্ষর খুবই গুরুত্বপূর্ণ।

আদ্যক্ষর

অনেকের নামেরই আদ্যক্ষর ইংরেজিতে A। 'A' নামের মানুষদের চরিত্র কেমন হয়?

A অক্ষর

জ্যোতিষ মতে, যাঁদের নাম A দিয়ে শুরু, তাঁরা নিজেদের দক্ষতা প্রমাণ করার ক্ষমতা রাখেন।

দক্ষতা

A নামের ব্যক্তিরা সাধারণত প্রভাবশালী হন। যে কোনও পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। সাহসী হন।

প্রভাবশালী

A নামের মানুষরা হাসি-খুশি থাকতে ভালবাসেন। এঁদের মনের জোর অনেক বেশি থাকে।

মনের জোর

A নামের মানুষরা নিজের নিয়মে চলতে ভালবাসেন। এঁরা আত্মবিশ্বাসী হন।

আত্মবিশ্বাস

আবার এই জাতকরা খানিকটা বেশি আত্মবিশ্বাসী হওয়ায় পস্তান। নানা বিপাকে পড়েন।

সমস্যা

যাঁদের নামের আদ্যক্ষর A,  তাঁরা যে কোনও কাজে নেতৃত্ব দিতে পারেন।

লিডার

A নামের মানুষরা স্বভাবে হাসিখুশি হন। 

খুশি