15 APRIL 2025

BY- Aajtak Bangla

'P' দিয়ে নাম শুরু? খুব গুণধর; চরিত্র কেমন?

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি বর্ণের নিজস্ব গুণাবলী রয়েছে। কিন্তু যাঁদের নাম ইংরেজি অক্ষর P দিয়ে শুরু হয়, তাঁরা কেমন মানুষ?

ইংরেজি অক্ষর P দিয়ে শুরু হওয়া নামের মানুষগুলো খুব জেদি হন। একগুঁয়ে, স্বৈরচারী প্রকৃতির। তাঁরা নিজেরা যা মনে করেন, তাই সঠিক বলে মনে করেন।

তবে এদের দাম্পত্য জীবন খুবই সুখের হয়। এঁরা খুব জীবনসঙ্গী হন। প্রেমিক মানুষ হন।

এঁরা অন্যকে নিয়ে খুব ভাবেন। অন্যকে সাহায্যে এগিয়ে থাকেন।

এঁরা প্রচুর পড়াশুনা করেন। পেশাগত জীবনে ওপরে ওঠেন।

তবে প্রেমের ক্ষেত্রে  সব সময় সফল নন।

এই ধরনের মানুষদের দাম্পত্য জীবন সুখী হয়। তাঁরা সব সময় জীবনসঙ্গীর প্রতি নিবেদিত থাকেন এবং তাঁদের দায়িত্ব ভাল ভাবে পালন করে।

তবে প্রেমের ক্ষেত্রে এই মানুষগুলি প্রেমের ক্ষেত্রে সব সময় সফল হন না।