13 September, 2024

BY- Aajtak Bangla

NARCO Test কী? সম্মোহিত করে কীভাবে পেট থেকে সত্যি বের করে 

আরজি করে সঞ্জয় রায়ই কি একা ধর্ষক নাকি একাধিক জড়িত?

পলিগ্রাফ পরীক্ষায় সঞ্জয় জানিয়েছে সে নির্দোষ। তাহলে আসল দোষী কে?

 এবার সত্যি-মিথ্যা জানতে নারকো টেস্ট করাতে চাইছে সিবিআই।

এই টেস্টেই নাকি পেটের কথা সব উগরে দেবে সঞ্জয়। কীভাবে?

সোডিয়াম পেন্টোথাল নামে একটি ওষুধ ইঞ্জেকশন ভরে দেওয়া হয় শরীরে।

এর ফলে শরীর 'সম্মোহন অবস্থা'য় চলে যায়। মানুষ কল্পনাশক্তি হারায়।

কল্পনাশক্তি হারালে মিথ্যা বা বানিয়ে বানিয়ে কিছু বলা যায় না।

নারকো টেস্টে সহজেই বোঝা যায় সত্যি-মিথ্যে।

কতটা ঠিকঠাক এই পরীক্ষা? সিবিআই কর্তা বললেন,'বেশিরভাগ ক্ষেত্রেই পারফেক্ট'। 

সঞ্জয়ের নারকো পরীক্ষার জন্য সিবিআই আদালতে আবেদন করেছে সিবিআই।