BY- Aajtak Bangla

চাল- সিমুইয়ের পায়েস তো অনেক হল! এভাবে খান টেস্টি টেস্টি নারকেলের পায়েস

19 JUNE, 2024

মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। চলছে উৎসবের মরসুম শুরু হয়েছে। 

 উৎসব মানেই মিষ্টিমুখ। বাড়িতে বানানো রকমারি মিষ্টি খুবই পছন্দ করেন সকলে। 

বাড়িতে সহজে বানাতে পারেন নারকেলের পায়েস। রইল একেবারে সহজ রেসিপি।  

 উপকরণ দুধ- ১ লিটার, ভেজানো গোবিন্দভোগ চাল- ১ কাপ, এলাচ- ৪টি, দারুচিনি- ৩ টুকরো

নুন- স্বাদমতো, কোড়ানো নারকেল- ১ কাপ, চিনি- ১ কাপ,  কিসমিস- পরিমাণ মতো 

প্রথমে সসপ্যানে দুধ সামান্য গরম করে, গোবিন্দভোগ চাল দিয়ে নাড়তে থাকুন। 

এরপর এলাচ, দারুচিনি ও নুন যোগ করে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হলে নারকেল দিয়ে ভালোভাবে মেশান। 

এরপর চিনি যোগ করে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে এলে, সবশেষে কিসমিস দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে রাখুন। 

ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার নারকেলের পায়েস।