BY- Aajtak Bangla
11 May, 2024
এসি, কুলার কেনা সবার পক্ষে সম্ভব তা নয়। তবে সেটি ছাড়াও গরমে আপনার বাড়িতে ঠান্ডা রাখতে পারেন।
জানুন এসি, কুলার, ফ্যান ছাড়া আপনি রাতে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবেন কীভাবে। জানুন আপনার ঘরকে ঠান্ডা রাখার উপায়।
দিনের বেলার জানলা বন্ধ করে রাখুন। দিনের বেলা গ্রীষ্মকালে বিশেষ করে বিকেল পর্যন্ত সমস্ত জ্বালা বন্ধ রাখুন। পর্দা টেনে রাখবেন। ঘর তাহলে গরম হবে না।
তবে সকাল বেলা কিন্তু হালকা সূর্যের আলো ঘরে প্রবেশ করতে দেবেন। তাহলে ঘরে থাকা ব্যাকটেরিয়া দ্রুত মরবে।
বাড়ির আশেপাশে গাছ লাগান। সেই সঙ্গে আপনার বাড়ির বারান্দা, বাড়ির ছাদে, গাছ লাগান। পরিবেশকে ঠান্ডা রাখার চেষ্টা করুন।
গাছ থাকলে আপনার ঘর এমনিতেই ঠান্ডা থাকবে। কারণ গাছ সূর্যের আলোকে আটকায় এবং ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।
গরমকালে বাড়িতে যতটা পারবেন শুধুমাত্র সিএফএল বা এলইডি বাল্ব ব্যবহার করুন। এগুলি ঘরকে খুব কম গরম করে।
রান্না করার সময় একজস্ট ফ্যান ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে আপনার ঘর কিন্তু খুব ঠান্ডা থাকবে।
রাতে শোওয়ার সময় অবশ্যই জানলা খুলে রাখবেন। তাহলে আপনার ঘর ঠান্ডা থাকবে।
জানলা খুলে রাখলে মশা উৎপাত করতে পারে। তবে অবশ্যই মশারি টানিয়ে শোবেন।
এই উপায়গুলি মেনে চললে আপনি গরমকাল শান্তিতে কাটাতে পারবেন এসি-কুলার ছাড়াও।