07 August, 2024

BY- Aajtak Bangla

গ্রামবাংলার এই ফুলেই পাকা চুল হয় কুচকুচে কালো, তাক লাগানো জেল্লা

আজকাল অনেকের কম বয়সেই চুল পেকে যাচ্ছে।

রাসায়নিক ডাই ব্যবহার করলে দীর্ঘ মেয়াদে চুলের ক্ষতি হয়। আজ তাই একটি সহজ হার্বাল ডাই শিখে নিন।

উপকরণ-২ মুঠো নয়নতারা ফুল, ১২টি কারি পাতা, ৫টি জবা ফুলের পাতা, ১ বাটি চালের জল, ১ চা চামচ কফি পাউডার ও ২ চা চামচ আমলা গুঁড়ো।

প্রথমে একটি মিক্সারে নয়নতারা ফুল দিন। এতে কারি পাতা, জবা ফুলের পাতা ও চালের জল দিয়ে পিষে নিন।

এরপর একটি কড়াইয়ে মিক্সচারটি ঢেলে দিন। এতে দিন ১ চা চামচ কফি পাউডার ও ২ চা চামচ আমলা পাউডার।

গ্যাসে কম আঁচে কড়াইয়ে মিশ্রনটি নাড়ান। ঘন এবং কালো হওয়া পর্যন্ত গরম করুন।

এবার এটি ঠান্ডা হতে দিন। রং লাগানোর মতো চুলে লাগিয়ে ফেলুন।

চুলে ভালো করে লাগানোর পর ১৫-২০ মিনিট রেখে দিন। শুকানোর পর স্বাভাবিক জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

এতে ২ চামচ হেনাও দিতে পারেন। একটি পেঁয়াজও মিক্সারে দিয়ে পিষে পারেন।

চালের জলের বদলে চা পাতার জল, রিঠা এবং শিকাকাই পাউডারও ব্যবহার করতে পারেন।