04 JUNE 2025
BY- Aajtak Bangla
পাকা চুল হোক বা টাক মাথা চুল ভালো ও কালো রাখার একটাই উপায় হল এই মাস্ক রোজ লাগানো।
এই পাকা চুল ঢাকতে অনেকে মেহেন্দি, হেয়ার ডাই এবং চুলের রঙের মতো জিনিস ব্যবহার করতে শুরু করে।
যে কারণে চুল কালো হয়ে যায় কিন্তু এটি চুলের ক্ষতিও করে এবং অনেক সময় এমনও হয়েছে যে এটি লাগালে চুল দ্রুত সাদা হয়ে যায়।
চুলের যদি কিছু ঘরোয়া প্রতিকার চেষ্টা করেন তাহলে ঘরোয়া উপায় চুল গোড়া থেকে কালো করতে সাহায্য করবে এবং তাদের চকচকেও করবে।
এর জন্য ২ চামচ চা পাতার মধ্যে ১ চামচ হলুদ গুঁড়ো নিন। চা পাতাকে বলা হয় চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার। এছাড়া, চুলকে কালোও করে। এবার এতে দিন চিনি ১ চামচ।
এবার এই উপাদানটি ভালো করে মিশিয়ে একটি লোহার কড়াইতে ভেজে নিন, যতক্ষণ না রং কালো হচ্ছে।
এবার এক গ্লাস জল দিয়ে জ্বাল দিয়ে নিন। জল অর্ধেক হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
এবার ছাঁকনি দিয়ে ছেঁকে অ্যালোভেরা জল ও নারকেল তেল দিন। শেষে লেবুর রস দিয়ে চুলে লাগিয়ে ৪৫ মিনিট রেখে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
সপ্তাহে দু'বার এই প্রতিকার ব্যবহার করে চুল কালো, ঘন ও লম্বা করতে পারবেন। এর পাশাপাশি চুলও হয়ে উঠবে চকচকে ও নরম।