31 May, 2025
BY- Aajtak Bangla
বর্ষাকাল আসা মানেই সাপের দৌরাত্ম্য শুরু। বিষাক্ত এই প্রাণীর কথা শুনলেই গায়ে কাঁটা দেয়।
সাপ দেখলে ভয় পান না এমন মানুষের সংখ্যা কম নয়।
তবে সাপ কিছু গন্ধকে যমের মতো ভয় পায়, সেগুলো বাড়ির আশপাশে থাকে সাপ ত্রিসীমানায় আসবে না।
খুব উজ্জ্বল আলোতে ভয় পায় সাপ। সামনে চলে এলে জোরালো আলো তার দিকে তাক করলে সে পালিয়ে যেতে পারে।
গাঁদা, লেমনগ্রাস, ল্যাভেন্ডারের মতো কিছু গাছের গন্ধে দূরে পালায় সাপ।
রসুন এবং পেঁয়াজ এমন দুটি জিনিস যার গন্ধ সাপকে তাড়ায়। প্রতিটি বাড়িতে পাওয়া যায় এই দুই উপাদান।
এ ছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
ন্যাপথলিনের গন্ধ সাপ তাড়াতে সাহায্য করে। ন্যাপথলিনের গুঁড়ো সাপকে বিরক্ত করে এবং তারা সেই জায়গা থেকে সরে যায়।
ন্যাপথলিনের গুঁড়ো ঘরের কোণায় বা যেখানে সাপ থাকতে পারে, সেইসব জায়গায় ছড়িয়ে দিলে সাপ সেই জায়গা থেকে সরে যাবে।