2nd April, 2025
BY- Aajtak Bangla
ত্বকের অন্যান্য অংশের যত্ন নিলেও ঠোঁটের যত্ন নিতে সবসময়ই ভুলে যায়।
কিন্তু এই ঠোঁটের প্রেমেই পাগল হন ছেলেরা। তাই ঠোঁটের ঠত্ন নিতে হবে সঠিকভাবে।
যাতে খুব সহজেই গোলাপি ঠোঁট পেতে পারেন কম সময়ের মধ্যে। তাহলে জেনে নিন ঠিক কী কী করলে পাওয়ান যায় এই গোলাপি ঠোঁট।
ত্বকের মত ঠোঁটেরও এক্সফোলিয়েট দরকার। এতে ঠোঁট থাকে খুব ভাল। ।
ত্বকের মৃত কোষ দূর করতে নারকেল তেলের সঙ্গে চিনি, মধু বা কফি মিশিয়ে ঠোঁটে হালকা হাতে ঘষুন। ।
ঠোঁট ময়েশ্চারাইজার করতে হবে। আদ্রতা বজায় রাখতে ঠোঁটে বাদাম তেল, শিয়া বাটার বা জোজোবা তেল দিয়ে তৈরি লিপবাম ব্যবহার করুন।
ঠোঁট গোলাপি করতে অ্যালোভেরা, মধু বা নারকেল তেল দিয়ে তৈরি ঠোঁটের মাস্ক ব্যবহার করতে পারেন।
দিনে কমপক্ষে ৮ গ্লাস জল খান এবং তরমুজ, শসার মতো ফল রাখতে হবে পাতে।
ঠোঁটকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে এসপিএফ ১৫ লিপবাম ব্যবহার করতে হবে।
ঠোঁটকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে এসপিএফ ১৫ লিপবাম ব্যবহার করতে হবে।