16th June, 2024
BY- Aajtak Bangla
শরীর সুস্থ রাখতে চিকিৎসকেরা অনেক কিছুই বলে থাকেন। কিন্তু পুরনো আমলের লোকেরা বলেন নাভিতে তেল দিতে।
নাভি শরীরেরই এক গুরুত্বপূর্ণ অংশ। যার সঙ্গে যুক্ত গোটা মানব দেহ। এখানে তেল দিলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
নাভিতে একফোঁটা তেল দিলেই শরীরের বহু সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়।
নাভিতে তেল দিলে ত্বকের ওপর তার প্রভাব পড়ে। মুখে ব্রণ ও অ্যাকনে থাকলে নিমের তেল দিন নাভিতে।
নাভিতে তেল দিলে ত্বকের শুষ্কতা দূর হয়। আর এর জন্য নাভিতে নারকেল তেল দিতে পারেন।
নাভিতে তেল দিলে ঠোঁট নরম হয় ও হাইড্রেটেড থাকে।
নাভিতে নারকেল তেল লাগালে মুখের পিগমেন্টেশনের সমস্যা দূর হয়।
কীভাবে দিতে হয় তেল? নাভিতে ২-৩ ফোঁটা তেল দিয়ে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করলেই হবে। তাহলেই সব উপকার পাওয়া যাবে।