BY- Aajtak Bangla

সপ্তাহে ৩ দিন চিবিয়ে নিন পয়সা ফুল গাছের পাতা! আর সুগারের টেনশন নেই   

5 November, 2024

ডায়াবেটিস বর্তমান সময়ের দ্রুত বর্ধনশীল রোগগুলির মধ্যে একটি। ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। 

একটি পাতা ডায়েবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে। খুবই সহজলভ্য নয়নতারা পাতা নিয়মিত খেলে, ছু-মন্তর হয় ডায়েবেটিস।    

শহুরে বাগান থেকে গ্রামবাংলা- মফস্বলের আনাচে কানাচে ফুটে থাকে ছোট্ট হালকা গোলাপি রঙা নয়নতারা বা পয়সা ফুল। এর ঔষধি গুণ জানলে অবাক হবেন। 

আয়ুর্বেদে বহুকাল ধরেই ডায়েবেটিস রোগের চিকিৎসার কাজে নয়নতারা গাছ ব্যবহার হয়। নয়নতারার পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। 

প্রথমে নয়নতারা পাতা শুকিয়ে নিন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এয়ার টাইট পাত্রে রাখুন। 

সকালে ঘুম থেকে ওঠার পর, এক গ্লাস জল বা সবজির রসে এক চামচ নয়নতারার পাতার গুড়ো মিশিয়ে পান করুন। 

এভাবে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার। সপ্তাহে অন্তত ৩ দিন খেতে হবে এই পাতা। 

নয়নতারা পাতা নিয়মিত খেলে, উচ্চ রক্তচাপ, কৃমি রোগ, ত্বকের সমস্যা ও চর্ম রোগের সমস্যা দূর হয়।