14 July, 2025
BY- Aajtak Bangla
বর্ষায় চুলের বেহাল দশা হয়ে যায়। অতিরিক্ত আর্দ্রতা কারণে স্ক্যাল্পে তেলতেলে ভাব বাড়ে।
স্ক্যাল্পে ময়লা জমতে থাকে এবং চুল পড়ার সমস্যা বাড়ে। গোছা গোছা চুল চিরুণির সঙ্গে উঠতে থাকে।
পাশাপাশি চুলে ফ্রিজিনেস বাড়ে। অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও দেখা দেয়। বর্ষায় চুলের সমস্যা এড়াতে এই পাতা দারুণ কাজ দেয়।
কোন পাতার সাহায্যে চুলের সমস্যা দূর করবেন, জেনে নিন।
চুলের বৃদ্ধিতে সাহায্য করে নিমপাতা। এই ভেষজ উপাদান স্ক্যাল্পে পুষ্টি জোগায়, চুল পড়া কমায় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে।
নিমপাতার মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা স্ক্যাল্পে চুলকানি, খুশকির সমস্যা কমায়। বর্ষাকালে স্ক্যাল্প পরিষ্কার করার জন্য নিমপাতার সাহায্য নিতে পারেন।
যে কোনও হেয়ার অয়েলের সঙ্গে নিম তেল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করতে পারেন। এ ছাড়া জলের সঙ্গে নিমপাতা ফুটিয়ে নিন।
ওই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে চুল ও স্ক্যাল্পে স্প্রে করতে পারেন। নিমপাতার প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন।
এক মুঠো নিমপাতা টক দইয়ের সঙ্গে পেস্ট করে নিন স্ক্যাল্প ও চুলে মেখে নিন। ব্যাস আপনার কাজ হয়ে যাবে।