15 March 2025

BY- Aajtak Bangla

রোজ এভাবে নিমপাতা খেলেই বেড়ে যাবে আয়ু, কতদিন খেতে হবে?  

আয়ুর্বেদিক ওষুধ তৈরির অন্যতম উপাদান হল নিমপাতা। আর তা খেলে উপকার অনেক। 

দিনে মাত্র ১টা নিমপাতা খেতে হবে। তাহলেই বাড়বে আয়ু। 

নিমগাছের প্রতিটি অংশে রয়েছে নানা গুণ, পাতার মধ্যেও রয়েছে। 

মাত্র ১ মাস নিমপাতা খেলেই সারবে সুগার, কৃমি, কফ, দাঁতের ব্যথা সব।

নিমপাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে কোনও রোগ কাছে ঘেঁষতে পারে না। 

সকালে উঠে খালিপেটে নিমপাতা চিবিয়ে খেলে হজম ভালো হবে। 

এই পাতা রক্তকে পরিশোধিত করে। কৃমি দূর করে। 

টানা ১ মাস নিমপাতা খেলে শরীরের টক্সিন দূর হবে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে খান নিমপাতা।