22 April, 2024

BY- Aajtak Bangla

যৌবন মাথাচাড়া দেবে, তালুতে ঘষুন এই পাতার রস 

যৌবন। তা কীভাবে ধরে রাখা যায় তা নিয়ে বহুকাল ধরে চর্চা হয়ে আসছে। কেউ আয়ুর্বেদ বা কেউ ডাক্তার দেখিয়ে যৌবন ধরে রাখতে চান।

তবে বেশ কিছু টোটকা আছে যেগুলো মেনে চললে আপনার যৌবন মাথাচাড়া দেবে। বয়স ধরে রাখতে পারবেন। ত্বকে গ্লো করবে। 

সেটি হল নিমপাতা। এই পাতার রস ঠান্ডা জলে মিশিয়ে স্নান করুন। আবার স্নানের আগে নিম পাতার রস খেলের উপকার মিলবে বেশি।  হাতে ঘষলেও সমান কাজ দেবে। 

যে কোনও রকমের ত্বকের ও চুলের সমস্যার সমাধান করে নিমপাতা। এতে পেট পরিষ্কার থাকে। যৌবনের ক্ষমতাও বাড়ে। 

অয়েলি এবং ড্রাই দুই ধরনের স্কিনের জন্যই নিমপাতা উপকারী। ত্বকের যে কোনও দাগকে দূর করে নিমপাতা। 

নিমপাতা কোলাজেনকে উদ্দীপিত করে। এর ফলে ত্বকের বলিরেখা ও সূক্ষ রেখা দূর হয়।  ত্বকের অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বাড়ায়।

নিমপাতার মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইস করতে সাহায্য করে।

নিমপাতা থেকে তৈরী নিম তেলে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি চুলের খুশকি দূর করতে সহায়তা করে। নিম তেলের মধ্যে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়ার সমস্যা দূর করে।