BY- Aajtak Bangla
19 JANUARY, 2023
নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক, যাঁর জন্মবৃত্তান্ত পাওয়া গেলেও, মৃত্যু সম্পর্কে আজ পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি।
তিনি অমর হয়ে আছেন ভারতবাসীর মনে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী।
নেতাজির দেওয়া কিছু ইতিবাচক বার্তা রয়েছে, যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে।
"জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।"
"নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ"।
"প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে বির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরণা হারায়।"
"বাস্তব বোঝা কঠিন। তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে।"
"যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে , তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়।"
"নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না।"
"মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ।"