BY- Aajtak Bangla
10 May 2025
স্বাধীনতা সংগ্রামে ভারতের অন্যতম বীর বিপ্লবী হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
নেতাজিকে ঘিরে আজও জনমানসে কৌতূহলের সীমা নেই। তিনি এক জন আদর্শ।
নেতাজির নানা বাণী আজও গায়ে কাঁটা দেয় সকলের। তাঁর কিছু বাণী মেনে চললে জীবন বদলাবে...
'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব', নেতাজির এই উক্তি ভোলার নয়। .
জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না থাকলে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায়।
সহ্য করা আর প্রতিরোধ করার মতো সাহস থাকা চাই আমাদের।
সবথেকে বড় অপরাধ হল অন্যায়কে সহ্য করা।
হার-জিৎ নয়, জীবনে লড়াইটাই আসল কথা।