22 JANUARY, 2025

BY- Aajtak Bangla

কঠিন সময়ও জীবনের পথ হবে সহজ, নেতাজির এক ডজন অমর উক্তি

দেশের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু।  

১৮৯৭ সালে কটকে জন্মগ্রহণ সুভাষ চন্দ্র বসুর। দেশমাতার এই বীর সন্তানের বহু বার্তাই জীবনের নানান সংগ্রামে আমাদের পথচলার পাথেয় হয়ে রয়েছে।

দেখে নেওয়া যাক, নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অবিস্মরণীয় বাণী ও উক্তি।

‘সংগ্রাম আর ঝুঁকি যদি না থাকে , তাহলে জীবন বেঁচে থাকাই অনেকটা ফিকে হয়ে যায়।’

‘মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা ক্রয় যায় না। আমাদের আত্মশক্তিতে বলিয়ান থাকতে হবে, যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।..... শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা অর্জন করা যায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।'

‘সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকব না, বা থাকা উচিতও নয়।’

‘যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, সে সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত, সে অজেয়।’

‘মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা।’

‘আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক।’

‘মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপস করা।’

‘উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত।’

‘যার 'পরমানন্দ' নেই সে কখনো মহান হতে পারে না।’

‘সংগ্রাম আমাকে মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে, যা আগে আমার ছিল না।’

‘জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না পেলে জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায়।’

‘সর্বদা কিছু আশার রশ্মি থাকে, যা আমাদের জীবন থেকে বিচ্যুত হতে দেয় না।’