7 June 23

BY- Aajtak Bangla

ব্রেকফাস্টে ভুলেও খাবেন না এই ৮ ফল

অনেকেই ব্রেকফাস্টে অন্যান্য খাবারের সঙ্গে ফল খেয়ে থাকেন। তবে সব ফল কিন্তু ব্রেকফাস্টের সময় খাওয়া উচিত নয়।

কলার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। ৯৩% ক্যালোরি রয়েছে কলায়। তাই ব্রেকফাস্টে কলা খাওয়ার আগে একটু ভাবুন।

নারকেলে কোনও পুষ্টি নেই। এতে ২৮৩ ক্যালোরি, ২২৪ ফ্যাট পাওয়া যায় এক কাপ নারকেল কোরায়। তাই সকালের প্রথম খাবারে নারকেল একেবারেই নয়।

অনেকে কমলালেবুর রস খেয়ে থাকেন ব্রেকফাস্টে। তবে যাদের হাই অ্যাসিডিটি রয়েছে তাদের কমলালেবু খেলে দাঁত ক্ষতিগ্রস্ত হতে পারে।

গরমের মরশুমি ফল তরমুজ ব্রেকফাস্টে শুধু খেলে ১৫ মিনিটের মধ্যে আপনার আবার খিদে পেয়ে যাবে।

অন্যান্য ফলের তুলনায় আমে উচ্চ মাত্রায় শর্করা রয়েছে। এক কাপ আমে ১০০ ক্যালোরি ও ২৩ গ্রাম মতো শর্করা থাকে।

পেটের চর্বি কমানোর বদলে বাড়িয়ে দিতে পারে আঙুরের রস। তাই ব্রেকফাস্টে এই ফল একেবারেই নয়।

খালি পেটে স্ট্রবেরি একেবারেই খাবেন না। এতে হৃদযন্ত্রে প্রভাব পড়তে পারে।

গ্রেপফ্রুট বা লাল কমলা ব্রেকফাস্টে একেবারেই খাবেন না। কারণ এতে গ্যাস সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

আপেল, বেদানা, ব্লু বেরি, কিউয়ি ও কাঁঠাল ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে। এই ফলগুলি পুষ্টিতে ভরপুর যা আপনার দিন শুরু করার জন্য পারফেক্ট।