31 OCT, 2024
BY- Aajtak Bangla
ভাই ও বোনের সম্পর্ক হল পৃথিবীর সবথেকে দামী ও মধুর সম্পর্ক। বিভিন্ন উৎসবের সময় ভাই ও বোনরা একে অপরকে গিফট দিয়ে থাকে।
তবে সব গিফট শুভ হয় না। এমন অনেক গিফট রয়েছে যেগুলো ভাই বা বোনদের একে অপরকে দিতে নেই।
এই গিফটগুলো সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। কী কী সেই গিফট? আসুন জেনে নিই।
ভাই ও বোনদের কখনও একে অপরকে ঘড়ি উপহার দিতে নেই। সেটা দেওয়াল ঘড়ি বা হাতঘড়ি দুটোই হতে পারে।
গিফটের তালিকায় কখনও রাখবেন না কোনও ছুড়ি, কাঁচি, রেজার ইত্যাদি। এতে সম্পর্ক কেটে যায়।
এখন ওয়ালেট দেওয়ার খুব চল হয়েছে। উৎসবে ওয়ালেট দেওয়ার রীতি রয়েছে।
কিন্তু ভাইবোনদের কখনও ওয়ালেট উপহার দিতে নেই। একইভাবে বোনদেরও ব্যাগ উপহারে নিতে নেই।
এমন কোনও শো পিস দেওয়া বা নেওয়া উচিত নয় যাতে জল থাকে। এমন অনেক শো পিস বাজারে বিক্রি হয় যার ভিতরে জল থাকে। সেগুলো নেওয়া ক্ষতিকর।
একইভাবে অ্যাকুয়ারিয়াম উপহার হিসেবে নিতে নেই। তাতে বিপদ আসে।
ফ্যান বা ইলেকট্রিকের কোনও সরঞ্জাম গিফট হিসেবে নেওয়া ক্ষতিকর।
মিক্সি, পাখা, এসি, টেবিল ফ্যান ইত্যাদি ফ্রি-তে পেলেও কখনও গিফট হিসেবে নিতে নেই।