13 April, 2024

BY- Aajtak Bangla

নতুন বছরে ধনসম্পদ চাইলে ঘর থেকে সরান এই ৭ জিনিস

নানা কারণে বাস্তুদোষ হয়। ঘরে সুখ-সমৃদ্ধি থাকে না। ঘরে রাখা এমন কয়েকটি জিনিসই বাস্তু দোষের কারণ হয়ে ওঠে।  

এগুলি বাড়ি থেকে না সরানো হলে দেবী লক্ষ্মী কুপিত হন। আর্থিক সংকট আসে।

বাস্তু অনুযায়ী, কী কী রাখবেন না বাড়িতে, জেনে নিন- 

কাঁটাগাছ- বাড়িতে বা বাগানে ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ রাখবেন না। কাজে আসে বাধা। অভাব-অনটন।

ভাঙাচোরা জিনিস- ঘরে ভাঙাচোরা জিনিসপত্র থাকলে কাঙাল হয়ে যাবেন। এমন বাড়িতে লক্ষ্মী থাকেন না।

আলোহীন ঘর- ঘরে সূর্যের আলো না আসলে অন্ধকার ও স্যাঁতস্যাতেঁ পরিবেশ থাকে। লক্ষ্মী থাকেন না।

এঁটো বাসন- রান্নাঘরে নোংরা বাসন রাখলেও রেগে যান লক্ষ্মী। কুপিত হন শনিদেব। পরিশ্রমের ফল পান না। 

অপরিচ্ছন্ন- লক্ষ্মী পরিচ্ছন্ন স্থানে থাকেন। তাই অপরিষ্কার ঘর হলে টাকা আসে না। 

ঘড়ি- ভাঙা ঘড়ি ঘরে রাখবেন না। সময় খারাপ যায়।নেতিবাচক শক্তি ঘরে ঢোকে।

ছেঁড়া জুতো- ছেঁড়া ও পুরনো জুতো ঘরে রাখলে উন্নতি হয় না। খরচ বাড়েয