10 JANUARY, 2025

BY- Aajtak Bangla

v

ট্রেনে এসব নিয়ম না মানলে হতে পারে জেলও, ওঠার আগে জেনে নিন 

ভারতীয় রেল আমাদের দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই ট্রেনে করে যাতায়াত করেন।

কিন্তু প্রতিদিন আমরা অনেকেই জানা-অজানায় নানা ভুল করে থাকি। ভারতীয় রেলে ভ্রমণের সময় কিছু সাধারণ ভুল কিন্তু যে কোনও দিন আপনার জীবনে চরম বিপদ ডেকে আনতে পারে।

বড় অঙ্কের জরিমানা থেকে জেল অবধি হতে পারে। ভারতীয় রেল কিছু নিয়ম সম্পর্কে খুব সতর্ক।

রেলস্টেশনে যাত্রীরা প্রচুর আবর্জনা ফেলেন। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ রেলওয়ে স্টেশন প্রশাসন এদিকে কড়া নজর রাখে।

নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও নোংরা ফেলতে গিয়ে হাতে না হাতে ধরা পড়লে ঘটনাস্থলে ৫০০ টাকা জরিমানা দিতে হয়।

রেললাইন পারাপার করার জন্য স্টেশনে সাবওয়ে বা ফুটব্রিজ থাকে। রেললাইন টপকানো বেআইনি।

রেললাইন টপকে পার হতে গিয়ে ধরা পড়লে বা রেল চত্বরে মারামারি করলে তার জন্য শাস্তি পেতে হয়।

এর জন্য মোটা টাকার জরিমানা দিতে হতে পারে। এমনকি রেলের সম্পত্তির ক্ষতি হলে তার জন্য গ্রেফতার হতে পারেন।

স্টেশন চত্বরে বা ট্রেনের ভিতরে টিটির সঙ্গে অভব্য বা দুর্ব্যবহার করা যায় না। তা করলে রেল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করলে হলুদ লাইনের ভিতরে দাঁড়ানো উচিত। নাহলে রেল ১৪৭ ধারা অনুসারে ৫০০ টাকা জরিমানা হতে পারে।