31 May, 2023
BY- Aajtak Bangla
বিয়ে প্রত্যেক মেয়ের জীবনেই খুব বড় একটি সিদ্ধান্ত। তাই বহুবার ভেবে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নিন।
তাই সঙ্গী নির্বাচন করার আগে তার বিষয়ে বারংবার খোঁজখবর নিয়ে নিন। কারণ বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়।
রিলেশনশিপ এক্সপার্টরাও বিয়ের আগে অন্তত বেশ কয়েকবার চিন্তা করার পরামর্শ দেন। তাই আপনার সঙ্গী ঠিক কেমন হবে তা বুঝে নিন। স
বিয়ের পর একাধিক ঝামেলা-গার্হস্থ্য হিংসার শিকার হতে হয় মেয়েদের। তাই বিয়ের আগেই কোন বিষয়ে সতর্ক থাকা উচিত জানুন।
বিয়ের পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনেকটাই সময় লাগে। তাই বিয়ের আগেই ভালো করে পার্টনারকে যাচাই করে নিন। ।
তাই কোন ধরনের মানুষদের থেকে সাবধান হয়ে থাকবেন জানুন।
কোনও কোনও ছেলে অতিরিক্ত পারফেক্ট হয়ে থাকেন, তবে অধিকাংশই পারফেক্ট হওয়ার ভান করেন।
আসলে এরা প্রথমে আপনার মন জয় করার জন্য় এমন ভাব দেখান যেন তাঁদের মধ্যে কোনও ত্রুটিই নেই।
কোনও ছেলে মাকে অপমানিত বা অসম্মান করলে সে আপনাকেও করতে পারে। এই ব্যাপারটিকে তাদের খুব স্বাভাবিক বলে মনে হয়। এমন মানুষদের থেকে দূরে থাকাই ভাল।
প্রথম দেখাতেই অনেকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে এমন মানুষদের একদম বিশ্বাস না করাই ভাল।
একাধিক গবেষণায় উঠে এসেছে যে এরকম পুরুষ বিয়ের পর্ব মিটে গেলে প্রতারণা করতে পারে।
আপনার পার্টনার যদি আপনার ওপর নির্ভর হন এবং কোনও চাকরি না করে তাহলে সময় এসেছে সম্পর্ক নিয়ে ভেবে দেখার।