BY- Aajtak Bangla
2 February, 2025
Dr. Vikas Divyakirti সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তিনি প্রায়শই কেরিয়ার টিপস দেন।
নতুন ভিডিওতে তিনি এমন দু'টি হবির কথা বলেছেন, যা ইন্টারভিউতে আপনার বিপদ বাড়াতে পারে।
এই হবিগুলি এতটাই কঠিন ও ব্যাপ্ত যে, ইন্টারভিউয়ার নিজের জ্ঞান অনুযায়ী যে কোনও প্রশ্ন করতে পারেন! আর উত্তর দিতে না পারলেই আপনি ফেঁসে যাবেন।
আপনার সিভিতে 'সিনেমা দেখা' ও 'গান শোনা' শখ হিসেবে লিখছেন? বড় ভুল করছেন! কিন্তু কেন?
যেমন ধরুন… আপনি সিভিতে ‘সিনেমা দেখা’ লিখেছেন। ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করলেন, “ফরাসি New Wave ধারার সিনেমার মূল বৈশিষ্ট্য কী?” আপনি জানেন?
আর গান শুনলে বিপদ কোথায়? ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করলেন, “গজল আর কাওয়ালি গানের মূল পার্থক্য কী?” আপনি কি নির্ভুল উত্তর দিতে পারবেন?
UPSC হোক বা কর্পোরেট, সমস্যা একই! চাকরির যে কোনো ইন্টারভিউতেই এই Hobby আপনার বিপদ ডেকে আনতে পারে।
তাহলে সেফ অপশন কী? এমন কিছু লিখুন, যেটা সম্পর্কে আপনি অন্যদের চেয়ে একটু হলেও বেশি জানেন। সেই সঙ্গে তেমন জটিল প্রশ্ন করা যাবে না। যেমন ধরুন, গার্ডেনিং, সামাজিক কাজ, রান্না, পথের পশুদের যত্ন নেওয়া।
তাই সিভিতে এমন কিছু লিখবেন না যা আপনাকে ফাঁসিয়ে দেবে। সিনেমা ও গান শুনতে ভালো লাগলে শুনুন, কিন্তু ইন্টারভিউতে সেগুলি উল্লেখ করবেন না!