3 June, 2024
BY- Aajtak Bangla
সনাতন ধর্মে ত্রিদেব থেকে শুরু করে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী পূজিত হন। সবার মূর্তি ও পুজো পদ্ধতিও আলাদা।
পুজোয় ভুল হলে ঘরে নেতিবাচক আসে। তাই প্রিয় দেব বা দেবীকে পছন্দের ফুল-ফল অর্পণ করেন ভক্তরা।
কোন ফুল অর্পণ করা যায় না? চলুন জেনে নেওয়া যাক
লক্ষ্মী পুজো- দেবীকে কোনও ভাবেই সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না।
লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না।
নারায়ণ পুজোয় লাগে তুলসী, শিবপুজোয় লাগে বেলপাতা। বেলপাতা বিষ্ণুকে আবার তুলসী পাতা শিবকে দেওয়া হয় না।
শিব পুজো- ভুল করেও শিবের পুজোয় কেয়া ফুল দেবেন না। এটি অশুভ। জীবনে আসে অশান্তি।
দুর্গা পুজো- ভুলেও শিবের পছন্দের আকন্দ ফুল দিয়ে পুজো করবেন না। দেবীর শাপে সর্বস্ব হারাবেন। আকন্দ ফুল অপছন্দ পার্বতীর।
নারায়ণ পুজো-নারায়ণের পুজোয় বকফুল, মাধবী ফুল, আকন্দ, বেলপাতা একদম ব্যবহার করবেন না। দারিদ্র্য ঘিরে ধরবে।
সরস্বতী পুজো-দেবী সরস্বতীকে কখনও সাদা রঙের ফুল অর্পণ করবেন না। পলাশ ফুল দেবীর পছন্দের।