11 January 2025

BY- Aajtak Bangla

বাড়িতে এই ৩ গাছ থাকলেই সাপ আসে,  জেনে নিন

বাড়িতে অনেকেই নানা ধরনের গাছ লাগান। 

তবে গাছ লাগানোর ক্ষেত্রে কিছু জিনিস জানা জরুরি। 

এমন ৩টি গাছ বাড়িতে লাগানো উচিত নয়। 

ওই ৩ গাছ লাগালেই বাড়িতে সাপ আসবে। 

বাড়িতে দেবদারু গাছ লাগাবেন না। এই গাছে সাপ থাকে। 

চন্দন গাছের গন্ধে সাপ আসে। তাই এই গাছ লাগাবেন না বাড়িতে।

বাড়ির সামনে লেবু গাছ রাখাও ঠিক নয়। এই গাছেও সাপ থাকে।