BY- Aajtak Bangla
19 June, 2025
ব্যক্তিগত জীবন ও পেশাগত জগতকে আলাদা রাখাই ভাল।
বন্ধু-বান্ধব ও আত্মীয়-পরিজনদের সঙ্গে সেভাবে মিশবেন সেরকম আচরণ অফিসের সহকর্মীদের সঙ্গে না করাই ভাল।
দিনের বেশিরভাগ সময়টাই অফিসে কাটে। সেখানে সহকর্মীর সঙ্গে হয়তো নানা ধরনের গল্পও করেন।
তবে ভুলবেন না যে সে আপনার সহকর্মী। তাই আসুন জেনে নিই সহকর্মীকে বন্ধু ভেবে যে কথাগুলো বলবেন না।
আপনার আর্থিক অবস্থা সম্পর্কে অফিসে কখনওই কারও সঙ্গে আলোচনা করবেন না। আপনার আয় কত, আপনাকে মাসে কত টাকা ব্যয় করতে হয় সংসার চালানোর জন্য, কোথায় কত টাকার সঞ্চয় রয়েছে, এসব আলোচনা করবেন না।
অফিসে আপনার কাউকে পছন্দ নাও হতে পারে, তাঁর সমালোচনা অন্য সহকর্মীর সঙ্গে করবেন না।
সহকর্মীর সঙ্গে আপনার শারীরিক অবস্থা, অসুখ, অসুস্থতা নিয়ে বেশি চর্চা না করাই ভাল।
আপনার বস বা কাজ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তা সহকর্মীর কাছে প্রকাশ না করাই ভালো। এতে পেশাদার পরিবেশ ক্ষতিগ্রস্থ হয়।
জীবন নিয়ে আপনার কী পরিকল্পনা তা কখনোই শেয়ার করতে যাবেন না। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কখনওই সহকর্মীদের জানাবেন না।
ব্যক্তিগত জীবনে আপনি কী-কী করছেন, কার সঙ্গে ডেটে যাচ্ছেন, দাম্পত্য জীবনে কী চলছে—এই ধরনের কোনও কথাই সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন না।
আপনি হয়তো নতুন চাকরি খুঁজছেন, তবে সেটা ভুলেও অফিসের কাউকে জানাবেন না।