BY- Aajtak Bangla

হড়বড় করে সব বলে দেবেন না কাউকে, বিপদটা বাড়বে আপনার

29 May, 2024

মনের কথা কাউকে বললে হালকা হওয়া যায়, এমন ধারণা সকলেরই রয়েছে।

এটা ভুল নয়, মনের কথা কাউকে বললে নিশ্চয়ই মানসিক চাপ কমে, হালকা হওয়া যায়।

কিন্তু এমন কিছু কথা রয়েছে যা অন্য কাউকে না জানানোই ভাল। এতে আপনার ভালর চেয়ে ক্ষতিটাই বেশি হতে পারে।

বন্ধুমহলে কিংবা পরিবারের মধ্যে একান্ত কেউ থাকেন যাকে সব কথাই শেয়ার করেন। গোপন কথাটিও বলে দেন। কিন্তু কোনও এক সময় হয়তো আফসোস হতে পারে।

তাই জেনে নিন কোন কথাগুলো কাউকে বলবেন না।

নিজের কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে জানাবেন না। এটি এটিএম-এর পিন হোক কিংবা মোবাইল ফোন, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ল্যাপটপের পাসওয়ার্ড হোক কারও সঙ্গেই শেয়ার করবেন না।

সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক পাসওয়ার্ড একান্ত নিজের কাছেই রেখে দেবেন। অন্যের হাতে তুলে দিলে পরে আফসোস হতে পারে।

ব্যক্তিগত সমস্যার কথা কখনও কারোর সঙ্গে শেয়ার করবেন না। পরবর্তী সময়ে সেই কথাই কষ্ট দিতে পারে। এতে সাময়িকভাবে মন হালকা হবে কিন্তু সমস্যার সমাধান হয় না। তাই ব্যক্তিগত কোনও কথা বা সমস্যা প্রকাশ্যে না আনা ভালো।

কারোর গোপন কথা অন্য কাউকে বলবেন না। এতে বিশ্বাস ভঙ্গ হবে। আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। যা মোটেও ভালো হবে না।

আপনি ব্যাঙ্কে কত টাকা সঞ্চয় করেছেন কিংবা কত টাকার বিমা করা রয়েছে এই বিষয়ে কাউকে জানাবেন না। এতে বিপদ হতে পারে।

এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর্থিক পরিকল্পনার কথা যত মানুষ জানবে ততই আপনার ক্ষতি হতে পারে।

এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর্থিক পরিকল্পনার কথা যত মানুষ জানবে ততই আপনার ক্ষতি হতে পারে।

কী করবেন, বা কী করতে চান তা নিয়ে কারোর সঙ্গে আলোচনায় বসবেন না। নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন।