6 February, 2024

BY- Aajtak Bangla

প্রেমিকার কাছে লুকিয়ে রাখতে হয় এই ৪ কথা 

প্রেমের সম্পর্ক মধুর থাকুক, কমবেশি সবাই চান, তবে তা নানা কারণে হয় না। 

এর প্রধান কারণ হল, ভুল বোঝাবুঝি, সন্দেহ, অবিশ্বাস, খারাপ আচরণ ইত্যাদি। 

সম্পর্ক টিকিয়ে রাখতে তাই মেপে কথা বলা দরকার, তাহলে মজবুত হবে বাঁধন।

কখনও প্রেমিকাকে পুরোনো সম্পর্কের প্রশংসা করবেন না, এতে তাঁর মন ভাঙে। 

প্রেমিকা বা বউকে সম্মান করুন, তিনি কোনও কাজ করলে তার নিন্দা করবেন না। 

প্রেমিকার বা স্ত্রী-র বাপের বাড়ির নিন্দা করবেন না, এতে মেয়েরা কষ্ট পায়। 

কখনও বলবেন না, তুমি স্বার্থপর। এই ছোট্ট শব্দটি সম্পর্কে ফাটল তৈরি করে। 

সম্পর্ক টিকিয়ে রাখতে প্রিয়জনের প্রশংসা করুন, খুব ছোট্ট ছোট্ট প্রশংসাও বাঁধনকে মজবুত করে।

ফ্যাবিয়ান আইপিএলে ৫টি ম্যাচ খেলেছেন, যেখানে তার নামে ৭ উইকেট রয়েছে।