BY- Aajtak Bangla

এই উপহারগুলো কারও কাছ থেকে নেবেন না, নিলেই কপালে কষ্ট 

6  May  2024

আত্মীয় বা প্রতিবেশীরা মাঝে মাঝে উপহার দিয়ে থাকেন। তবে উপহার মানেই যে নিতে হবে এমন কিন্তু নয়। কারণ, সব উপহার আপনার সংসারের জন্য মঙ্গলজনক নয়।

যেমন কখনও প্রতিবেশীর কাছ থেকে রুমাল উপহার নেবেন না। রুমাল উপহার নেওয়া সবসময় অশুভ বলে মনে করা হয়। 

প্রতিবেশীর বিছানায় কখনও শোবেন না। চেষ্টা করবেন, প্রতিবেশীর কাছ থেকে বিছানার চাদরও নেবেন না। তাতে সংসারে অশান্তি নেমে আসবে।

কারও কাছ থেকে জুতো বা জামা-কাপড় নেবেন না। তাহলে নিজের জীবনে অশান্তি নেমে আসে। অন্যের দেওয়া জুতো-জামা পরাও উচিত নয়। তাহলে আপনি সাফল্য পাবেন না। 

অন্যের কাছ থেকে পেন নেওয়া খুব ক্ষতিকারক। পেন ধার নেবেন না বা অন্যের কাছ থেকে গিফটও নেবেন না। তাহলে আর্থিক সমস্যা বাড়বে। 

অন্যের ঘড়ি পরাও উচিত নয়। উপহার হিসেবে ঘড়ি নিলে সংসারে খুব অশান্তি হয়। দেওয়াল ঘড়ি উপহার নেওয়া কিন্তু খুব ক্ষতিকারক। 

অন্যের কাছ থেকে টাকা পয়সা নিলেও জীবনে অশান্তি নেমে আসে। টাকা পয়সা ধার নেওয়া উচিত নয়। তবে টাকা পয়সা নিলে ঠিক সময়ে ফেরত দেওয়া উচিত। তা না হলে আপনারই সংসারে অশান্তি হবে।  

বাস্তুমতে, আপনার স্ত্রী যে উপহার আপনাকে দিয়েছে, সেই সব উপহার কখনও অন্য কাউকে দেওয়া উচিত না। বিশেষ করে সোনার গয়না, শাড়ি কখনও অন্যকে দেওয়া উচিত নয়। 

ঝাঁটা কখনও কাউকে কিনে দিতে নেই। ঝাঁটার মধ্যে মা লক্ষ্মী বিরাজ করেন। তাই ঝাঁটা কাউকে কিনে দিতে নেই। তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।