30 May, 2024

BY- Aajtak Bangla

এই গয়নার ডিজাইনগুলোই এখন ট্রেন্ডিং, দামও কম

সোনার দামের ছ্যাঁকায় নাকাল সাধারণ মানুষ। শুধু সঞ্চয়ের জন্য নয়, বিয়েতে গা ভরাতে গয়নার প্রয়োজন হয়।

অনেকেই আছেন, যারা বিয়ে বা অনুষ্ঠানে জন্য সোনা উপহার দিতেও দোকানে যাবেন।

ইদানিং, পাকা সোনার সঙ্গে গয়না সোনারও দাম চরচর করে বাড়ছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭১,৭৫০ টাকা হয়েছে।

গয়না সোনার দাম ১০ গ্রাম ২২ ক্যারেট গয়না সোনার দাম ৬৮,২০০ টাকা।

বহুমূল্য সোনার দামে হাত লাগানো দায়। তবে প্রথা ভেঙে ভিন্ন ধরনের গয়না পরতে পারেন।

বিয়েতে আজকাল অনেকেই বলিউড লুক চাইছেন। সেই অনুযায়ী কস্টিউম জুয়েলারির চাহিদাও বেড়েছে।

একটা সময় ছিল, যখন বিয়ের গয়না মানেই ছিল সোনা। এখন কনেদের রুচি বদলেছে।

বিয়েতে গয়নার ক্ষেত্রে অনেকেই অ্যান্টিক গোল্ডেন আর ধাতব গয়না পড়ছেন। অনেকে আবার সোনার গয়নায় নামীদামি পাথর বসিয়ে নিতে পারেন। এতে সোনার পরিমাণ কম লাগবে।

সোনাতে মিশিয়ে নিন পুঁতি আর পান্না মেশানো গয়না, সকলের নজর কাড়বে।

এছাড়া, হিরে বসানো ১৮ ক্যারাটের সোনার গয়নার দামও বেশ কম হয়।

প্রথা ভেঙে রুপোর গয়নাতেও সাজতে পারেন। লাল শাড়ির সঙ্গে রুপোর গয়না আলাদা মাত্রা দেবে।