BY- Aajtak Bangla
9th July, 2024
চুল সৌন্দর্যের অন্যতম প্রতীক। চুলের যত্নে অনেকেই সচেতন। চুল ভাল রাখতে শ্যাম্পু, কন্ডিশনার, নানা ধরনের তেল ব্যবহার করেন অনেকে।
শুধু তাই নয়, সেই প্রাচীন কাল থেকে চুলের যত্নে ভেষজ উপাদান ব্যবহারের কথা জানা যায়। তারপরও চুল নিয়ে দুঃশ্চিন্তা যায় না।
এত দামী দামী জিনিস ব্যবহার করেন কিন্তু কখনও চিরুনির কথা মাথায় এসেছে যে এটা বদলে ফেললে হয়ত সমাধান পাওয়া যাবে।
প্লাস্টিকের বা চাচের চিরুনির চেয়ে কাঠের চিরুণি ব্যবহারে চুল ভালো থাকে বলে জানাচ্ছেন গবেষকরা।
কাঠের চিরুনি মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এই চিরুণি ব্যবহারের ফলে মাথায় রক্ত সঞ্চালন ভালো হয়।
চুলের ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। মাথার ত্বক থেকে যে সেরাম বের হয়, কাঠের চিরুনি সেরোম মাথার সর্বত্র ছড়িয়ে দেয়। ড়ো।
চুলের অন্যতম বড় সমস্যা খুশকি যা মাথার ত্বকে থাকে। খুশকি চুলের গোড়া নরম করে। ফলে প্লাস্টিকের চিরুনি ব্যবহার করলে চুল পরে যেতে পারে। এ ক্ষেত্রে কাঠের চিরুনি বেশি উপকারী।
জট পড়া চুলের জন্য প্লাস্টিক বা চাচের চিরুনি ক্ষতিকর। এ ধরনের চিরুনি ব্যবহারে যে স্থীর তড়িৎ উৎপন্ন হয় তাতে চুল ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এ ক্ষেত্রে কাঠের চিরুনি ভালো কাজ করে। চুল পড়া রোধ হয়।
চুলে তেল দেওয়ার পর তেল ত্বকে ছড়িয়ে দিতে ভালো ভূমিকা রাখে কাঠের চিরুনি। ফলে চুল থাকে মোলায়েম। ত্বক থাকে মসৃণ। চুল মোলায়েম থাকলে সহজে ভাঙে না।