03 December 2023
BY- Aajtak Bangla
প্রেমের কোনও বয়স নেই, এমনটাই বলেন অনেকে। ভাবছেন, চল্লিশে চালশে হয়ে গিয়ে প্রেম যদি আসে জীবনে, তাহলে কী করবেন? প্রথমেই থাকুন একটু সচেতন। কীভাবে? রইল টিপস।
প্রথমেই দুজনে সময় নিন। প্রেমে হাবুডুবু খাওয়ার আগে নিজেদের চিনুন।
প্রয়োজনে কথা বলুন নানা বিষয় নিয়ে।
প্রথমেই পরিষ্কার করে দিন, ডেটিং ডেটিং খেলার আর বয়স আপনার নেই। আপনি চান দীর্ঘস্থায়ী সম্পর্ক।
উদ্দেশ্য স্পষ্ট করলে তবেই দেখবেন সম্পর্ক টিকে থাকবে।
যদি আলাপ করে বা সময় কাটিয়ে পছন্দ না হয়, তাহলে একেবারেই ইমোশনালি জরাবেন না। কারণ, আপনি হয়তো সহজে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অপরজন সেটা নাও পারতে পারে।
নিজের পছন্দ ও অপছন্দের কথা স্পষ্ট করে দিন। তাহলে সম্পর্ক এগোবে সহজেই।