22 May, 2024

BY- Aajtak Bangla

রাতের অন্ধকারে বাদুড়কে দারুণ বোকা বানায় এই পোকা! মাথা ঘুরিয়ে ছেড়ে দেয়!

BY- Aajtak Bangla

রাতের উড়ন্ত পোকামাকড়ের প্রধান শিকারী বাদুড়। অন্ধকারে কিন্তু বাদুড় দেখতে পায় না। তাহলে ওড়ে কীভাবে?

আসলে বাদুড় একটা উচ্চ কম্পাঙ্কের শব্দ করে। মানুষ সেটা শুনতে পায় না। কিন্তু বাদুড় সেই শব্দ করতে পারে। কোথায় সেটা রিফ্লেট হচ্ছে, সেটাও আন্দাজ করতে পারে। 

এভাবে অন্ধকারেও দিব্যি উড়ে বেড়ায় বাদুড়। 

মজার বিষয়টি হল, মথ, পোকামাকড়, ঝিঁঝি ও ফড়িং ইত্যাদি কীটপতঙ্গও বাদুড়ের উচ্চ কম্পাঙ্কের আওয়াজ শুনতে পায়।

এদের মধ্যে 'টাইগার বিটল' নামের একটি পোকা বেশ দুষ্টু। তারা আবার নিজেরাই উচ্চ কম্পাঙ্কের আওয়াজ তৈরি করতে পারে।

'বায়োলজি লেটার্স'-এ প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানী হারলান গফ এমনটা জানিয়েছেন।

গবেষকদের ধারণা, পাল্টা আওয়াজ তৈরি করে বাদুড়কে বোকা বানায় নিশাচর প্রজাতির টাইগার বিটল।

রাতে শিস মেরে মেরে উড়তে উড়তে বাদুড় একই রকমের অন্য আওয়াজ শুনে খেই হারিয়ে ফেলে।

আর তাতেই পার পেয়ে যায় এই বিটল। উল্লেখ্য, টাইগার মথও ঠিক এই কায়দাতেই শব্দ তৈরি করে বাদুড়কে বোকা বানায়।

একেবারে ধিমে আঁচে ৭-৮ মিনিট ধরে একপিঠ ভাজুন। এরপর সাবধানে উল্টে দিন। দুই পিঠ ভেজে নিন।

আপনার ডিম ছাড়া অমলেট তৈরি! গরম গরম পরিবেশন করুন। টকদইয়ের সঙ্গে অনবদ্য।