BY- Aajtak Bangla
14 December, 2023
নতুন বর বা জামাইয়ের বেলায় স্ত্রী ও শ্বশুরবাড়ির কাছে শুরুর সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এ সময়ের ‘ইমেজ’টাই কিন্তু স্থায়ী হয়ে যায়।
বিয়ের পর নতুন পরিবেশে কনেকে যেমন মানিয়ে নিতে হয়, নতুন বরকেও খাপ খাওয়াতে হয় পরিবর্তনের সঙ্গে।
নতুন স্বামী বা জামাই হিসেবে আপনি আপনার স্ত্রী এবং শ্বশুরবাড়ির কাছে দারুণ আদর-আপ্যায়ন পাবেন নিঃসন্দেহে। তবে তাঁদের প্রতি আপনারও কিছু দায়িত্ব আছে।
নতুন পরিবেশে স্ত্রীর জীবনের অনেক কিছুই বদলে যায়। তাঁর দৈনন্দিন ছোটখাটো সুবিধা-অসুবিধাগুলো জেনে নিন। তাঁর হয়তো সকালে কফি খাওয়ার অভ্যাস। এদিকে আপনার বাসায় কফির চল নেই; চা খাওয়া হয়, সেটিও কেবল বিকেলে।
আপনার অবশ্যই উচিত তাঁর জন্য কফির ব্যবস্থা রাখা। সবচেয়ে ভালো হয়, যদি নিজ হাতে তাঁর সকালের কফিটা বানিয়ে দেন। স্ত্রীর বন্ধু হয়ে উঠুন শুরু থেকেই।
আপনার যদি আগে থেকে ঘরের কাজের অভ্যাস না-ও থাকে, তাহলে বিয়ের পর এসব কাজ শিখে নিন। কারণ, আপনি এখন ‘সংসারী’।
স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না। তাঁর স্বাধীনতা খর্ব করার চেষ্টাও করবেন না।
স্ত্রী চাকরি করবেন কি করবেন না, রোজগারের টাকা কোথায় ব্যয় করবেন না করবেন, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁরই।
স্ত্রী যদি একভাবে সাজানো জিনিস অন্যভাবে সাজাতে চান, সেটিতেও বাধা দেবেন না। স্ত্রী যেমন আপনার কিছু বিষয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন, আপনিও সেভাবে স্ত্রীর কিছু বিষয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস করুন।