11 March 2025
BY- Aajtak Bangla
ভারতীয় ক্রিকেটাররা দেশবাসীর নয়নের মণি। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের চেনেন না এমন ভারতীয় কমই আছেন।
কিন্তু এই সব ক্রিকেটারদের নিক নেম জানা আছে কি? মিলিয়ে নিন আপনারা যেটা জানেন সেটা ঠিক কি না।
বিরাট কোহলিকে ড্রেসিংরুমে সবাই কোহলি ভাই বলে ডাকেন। যদিও সিনিয়ররা তাঁকে চিকু বলতেন। তিনি কিং কোহলি নামেও পরিচিত।
মহেন্দ্র সিং ধোনি তাঁর শান্ত আচরণের জন্য পরিচিত। তাঁকে ক্যাপ্টেন কুল, MSD নামে ডাকা হয়।
রোহিত শর্মা তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত। সেজন্য তাঁকে হিটম্যান নামে ডাকা হয়।
রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। তাঁকে স্যার জাদেজা বা জাড্ডু নামে ডাকেন সতীর্থরা।
শিখর ধাওয়ানকে গাব্বার নামে ডাকতেন রোহিত-কোহলিরা।
বিশ্বের অন্যতম বড় জোরে বোলার জসপ্রীত বুমরা। তাঁকে বুম বুম বলে ডাকা হয়।
হার্দিক পাণ্ডিয়া তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁকে হেয়ারি রকস্টার, কুংফু পাণ্ডিয়া ডাকা হয়।