BY- Aajtak Bangla

নাইটি পরলে এসব হয়, মেয়েদের জানা উচিত

18 FEB 2025

মহিলাদের অন্যতম ঘরে পরার পোশাক হল নাইটি।

 অনেক মহিলা রাতে ঘুমোতে যাওয়ার সময় নাইটি পরে থাকেন।

নাইটি পরে ঘরের কাজকর্ম খুব আরামদায়ক ভাবে করতে পারেন।

তবে জানেন কি, নাইটি পরলে শরীরে এসব হয়, জেনে রাখা ভাল...

বিশেষজ্ঞদের মতে, নাইটি পরে ঘুমোনো খুবই ভাল। এটি অত্যন্ত আরামদায়ক পোশাক। . .

নাইটি পরলে শ্বাস-প্রশ্বাস সহজ হয় এবং শরীর ভাল থাকে। . .

নাইটি যেহেতু ঢিলেঢালা পোশাক, তাই এই পোশাক পরলে শরীরের বিভিন্ন অঙ্গ ভাল থাকে।

নাইটি পরে ত্বক ভাল থাকে। নাইটি সুতোর হওয়ায় শরীরের জন্য আরামদায়ক হবে।

নাইটি পরে ঘুমোলে রাতে ঘুম ভাল হয়। এতে শরীর ভাল থাকে।