24 May, 2023
BY- Aajtak Bangla
সামনেই আসতে চলেছে নির্জলা একাদশী। তবে বছরের সবচেয়ে বড় এই একাদশীতে ৫টি ভুল কখনওই করবেন না।
এই বছর আগামী ৩১ মে হতে চলেছে নির্জলা একাদশী। ওই দিন তুলসী সংক্রান্ত ৫টি ভুল কখনওই করবেন না।
তুলসী গাছে মা লক্ষ্মীর বসবাস বলে মনে করা হয়। আর কথিত আছে একাদশীতে দেবী লক্ষ্মী নির্জলা উপবাস করেন। তাই এই দিন কখনওই তুলসী গাছে জল দেবেন না।
একাদশীর দিন কখনওই তুলসী পাতা তুলবেন না। যদি তুলসী পাতার একান্তই প্রয়োজন থাকে, তবে তা একদিন আগেই সংগ্রহ করে রাখুন।
তুলসী পাতা কখনও নখ দিয়ে তুলবেন না। বা হ্যাঁচকা টানেও তুলসী পাতা ছিঁড়বে না। পাতা তোলার আগে তুলসী গাছকে প্রণাম করুন এবং তারপর আলতো করে পাতা তুলে নিন।
নোংরা বা এঁটো হাতে কখনওই তুলসী পাতা ছোঁবেন না। তাতে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। আর ধনদেবী রুষ্ট হলে তিনি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন।
নির্জলা এদাকশীতে তুলসী গাছের আশেপাশে যেন কোনও ময়লা না থাকে। এছাড়াও মনে রাখবেন তুলসী গাছ সংলগ্ন এলাকায় জুতো-চপ্পল এবং এঁটো রাখবেন না।