13 Febuary, 2025
BY- Aajtak Bangla
নারী ও পুরুষের সুরক্ষিত মেলামেশার জন্য কন্ডোম দরকারি।
গর্ভনিরোধকই নয়, সংক্রমণ রুখে দেয় কন্ডোম। এইচআইভি থেকেও বাঁচায়।
কন্ডোম নিয়ে অনেকেরই সংকোচ থাকে। তবে বিশেষজ্ঞরা সুস্থ থাকতে কন্ডোমের বিকল্প নেই।
কন্ডোমের ইংরেজি Condom। এর বাংলা হল নিরোধ। কিন্তু নিরোধ সঠিক বাংলা নয়। তাহলে?
কন্ডোম ল্যাটেক্স দিয়ে তৈরি। যা জল ও রাবার গাছের রসের মিশ্রণ।
কন্ডোমের যথার্থ বাংলা হল- লিঙ্গ-আবরক।
এর অর্থ হল, যা লিঙ্গকে ঢেকে রাখে।
বাজারে বিভিন্ন সংস্থার কন্ডোম মেলে। বিভিন্ন ফ্লেভারের কন্ডোম পাওয়া যায়।
কন্ডোমের নানা প্রকারভেদও এখন রয়েছে। সুবিধামতো ব্যবহার করুন।
শুধু পুরুষদের জন্যই নয়, এখন বাজারে মহিলাদের জন্যও রয়েছে কন্ডোম।