BY- Aajtak Bangla

সন্তান হবে অলরাউন্ডার, মাথায় রাখুন নীতা আম্বানির ৫ টিপস

29 February, 2024

সন্তানদের মানুষ করা রীতিমতো কঠিন কাজ বাবা-মায়ের পক্ষে।

তবে তাদের মানুষ করতে গিয়ে বাবা-মা কিছু ভুল করেই থাকে, যা পরবর্তীতে বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

কিন্তু এইক্ষেত্রে মেনে চলতে পারেন ভারতের অন্যতম বড় শিল্পপতি নীতা আম্বানির কিছু টিপস।

যা কাজে লাগবে দারুন, সন্তানকে মানুষ করতে পারবেন সঠিকভাবে।

নীতা আম্বানি বরাবরই সময়কে গুরুত্ব দেন, নিজের সন্তানদেরও তিনি এই জিনিস শিখিয়েছেন।

শত ব্যস্ততার মাঝেও ছেলেমেয়েকে পর্যাপ্ত সময় দেন দেশের অন্যতম ব্যস্ত মানুষ নীতা আম্বানি।

ধনী পরিবারে জন্মানো সত্বেও তিনি ছোট থেকেই ছেলেমেয়েকে টাকার গুরুত্ব বুঝিয়েছেন।

যেটা অবশ্যই করেছেন তা হল নিজের সংস্কৃতি সম্পর্কে তাদের বলেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ।

কখনওই তিনি ছেলেমেয়ের ওপর লুকিয়ে লুকিয়ে নজর রাখেননি, তাদের পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছেন।

নীতা আম্বানির এই পদ্ধতি আমার-আপনার সন্তানের জীবনও বদলে দেবে, শুধু একটু খেয়াল রাখতে হবে।