27 JANUARY 2026
BY- Aajtak Bangla
ঘর মুছতে আর পরিশ্রম লাগবে না। এমনকি কাজের লোকও লাগবে না। শুধু দুটো প্লাস্টিকেই কাজ হবে।
বাড়িতে যত প্লাস্টিক পলিথিন আসে সেগুলি ব্যবহার করে খুব সহজে ঘর মুছতে পারেন।
তাই ঘর মোছার এমন নিনজা টেকনিক শিখে নিন যাতে একবারের জন্যও ঘর মুছলে হাত নষ্ট না হয়।
বাড়িতে পড়ে থাকা পলিথিন দিয়ে বানিয়ে নিতে পারেন কাজের জিনিস। আলাদা করে কিনতে হবে না। একটা প্লাস্টিকের পলিথিনেন দু'দিক থেকে কেটে নিন।
এবার তারওপর আপনার হাতটি ছড়িয়ে রাখুন। এবার এতটি পেন দিয়ে হাত বরাবর দাগ কেটে নিন।
এবার একটি টিনের কাঠি বা ছুরি গরম করে ওই কাটা দাগ বরাবর কেটে নিলে প্লাস্টিক জয়েন্ট হয়ে যাবে। দেখবেন হুবহু বাজারে কেনা একটা গ্লাভস তৈরি হয়ে গেছে।
এই গ্লাভস বানিয়ে নিলে যত খুশি ঘর মুছুন, একফোঁটাও হাত নষ্ট হবে না।
সময় থাকলে কাজের লোক ছাড়িয়ে এই প্লাস্টিক পড়ে ঘর মুছুন, শরীরের মেদও ছড়বে। একেবারে ফিট থাকবেন।